অন্জনা স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জোর কাজিপুর থানা পুলিশ মদ তৈরির সরঞ্জামাদীসহ তিনশ আট লিটার মদ উদ্ধার করেছে। এসময় এর মূল হোতা মাসুদ রানা(৩৪)কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া মৃত শাহ আলী সরকারের পুত্র। এ বিষয়ে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল বুধবার (২০/৩/২৪) রাত সাড়ে তিনটায় ধৃত মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের দশটি জারে মোট তিনশ লিটার এবং অন্য একটি জারে আট লিটারসহ মোট তিনশ আট লিটার দেশীয় তৈরি মদ এবং মদ তৈরির আট প্রকার সরঞ্জাম জব্দ করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে নিজ ঘরে লুকিয়ে থাকা মাসুদ রানা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ থাকে জাপটে ধরে ফেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ জানান, আসামীকে আজ বুধবার সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত