নিজস্ব সংবাদদাতা:- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন এর বেলাস ( খালপাড়ে) গ্রামে খলিল মেম্বার নেতৃত্বে জমজমাট জুয়ার আসর চলছে৷ দীর্ঘদিন যাবৎ উক্ত খলিল মেম্বার বেলাসের পাশে কড়িয়াগ্রামে জুয়ার আসর চালিয়ে আসছিল৷ কিছু দিন পুর্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং উক্ত জুয়ার আসর নিয়ে কথা উঠলে৷ সেখানে জুয়ার বেশকিছু দিন বন্ধ থাকার পর৷ বর্তমানে পাশের গ্রাম বেলাসে খাল পাড়ে উক্ত খলিল মেম্বার আবার জুয়ার আসর বসিয়েছে৷ যার ফলে উক্ত এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে৷ এবং উক্ত জুয়ার আসর প্রতিদিন রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলছে৷ এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মাইক্রোবাস ‘ সি এন জি করে উক্ত জুয়ার আসরে জুয়া খেলার জন্য লোক আসা যাওয়া করে৷ অভিযোগ রয়েছে চান্দিনা থানার পুলিশ কে বার বার জানানোর পরও থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়না৷ বরং পুলিশ খলিল মেম্বারের নিকট থেকে প্রতিদিন মোটা অংকের টাকা নেয় ‘ এব্যপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি ব্যাপার টা দেখছি৷ কিন্তুু আজ পর্যন্ত জুয়ার আসর বন্ধ হয়নি৷ এলাকাবাসীর অভিযোগ উক্ত জুয়ার আসর টিব কারনে এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে৷ এবং পবিত্র রমজানের সময় রোজাদারগন রাতে সেহেরি পর্যন্ত খেতে সমস্যা হচ্ছে৷ অপরদিকে উক্ত জুয়ার আসর টির কারণে এলাকার উঠতি বয়সের ছেলেদের নৈতিক চরিত্রের অধপতন হচ্ছে৷ শতশত পরিবারের পারিবারিক লেগেই আছে৷ এলাকাবাসীর অভিযোগ জুযার আসর টি দ্রুত বন্ধ না হলে চান্দিনা উপজেলার আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি দেখা দিবে৷
Leave a Reply