===মোঃ ইকরামুল হক, ===
আজ বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছেন।
মঙ্গলবার দেশের কোথাও ১৪৪৫ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশের মুসলমানদের সাথে সাথে বরুড়ার মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে আজ জামাতে ঈদের নামাজ আদায় করছেন।
বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বরুড়া উপজেলার বেসরকারি উদ্যোগে ঈদ জামাত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এবার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির আয়োজনে বরুড়া পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়।
ঈদের প্রধান জামাতে চট্টগ্রামের মীরসরাই থেকে আগত মাওলানা মুফতি মোহাম্মদ সালাউদ্দিন লতিফি আলক্বাদেরী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৈরি আবহাওয়ার অর্থাৎ প্রচন্ড গরমের কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন চমৎকার ভাবে সম্পন্ন করেছেন বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটি । বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন ঈদগাহে দুই ফটকে চমৎকার সুন্দর তোরণ নির্মান করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বরুড়া বাসীকে।
বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় ঈদগাহসহ আসপাশের নির্বিঘ্নে চলাচল ও সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও এদিন বরুড়া আলজামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় প্রতিষ্ঠানে মহাপরিচালক মাওলানা মোহাম্মদ নোমানের ইমামতিতে একটি বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। ।
বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং নামাজ শুরুর আগেই সকল মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি০১(বরুড়া) 'র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি ও কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, আবুল হাসেম, মোঃ ইলিয়াস আহমদ, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজি, সাবেক সাংসদ আবদুল হাকিমের ভাতিজা মোঃ খোরশেদ আলম, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল মমিন সওদাগর বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীগন অংশ গ্রহন করেন।
এ সময় ইমাম মাওলান মোহাম্মদ সালাউদ্দিন লতিফি বলেন তারাবীহ নামাজ অবশ্যই বিশ রাকাত পরার আহবান জানান এবং চার রাকাত পর পর মোনাজাত দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। যারা তারাবিহ নামাজে যারা মোনাজাত দপন না তারা কপাল পোড়া
এ সময় আহলে হাদিসের চক্র থেকে দূরে থাকার আহবান জানান। তিনি জানান, যারা সুন্দর ভাবে তারাবিহ পরেছেন এবং ৩০টি রোজা রেখেছেন তারা অবশ্যই মহান আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন।
ঈদ উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত