==মোঃ ইকরামুল হকঃ ==
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে কে সামনে রেখে আজ বৃহস্পতিবার বরুড়ায় শুরু হয়েছে প্রাণিসম্পদ মেলা। বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মেলা মাঠে এ আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং।
বরুড়াউপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনুর সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ অফিসের এল এস পি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনী, শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, এদিন মেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, লক্ষিপুর ইউনিয়নের খামারি ফারুক হোসেন
সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য ১৮ই এপ্রিল বৃহস্পতি বার রাজধানী ঢাকায় দেশব্যাপী প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ইং এর উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদিন সারা বরুড়া থেকে খামারিরা অংশ নেয়। এদিন স্টলে গরু, ছাগল, ভেড়া, কবুতর কয়েক শত পোষা প্রাণী প্রদর্শন করা হয়েছে বিভিন্ন স্টলে।
Leave a Reply