অঞ্জনা স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনসার ভিডিপি সদস্যদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনের চত্ত্বরে সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে মোট স্মার্ট কার্ডধারী, ভাতাভোগী পুরুষ ও মহিলা,২১ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ, সাধারণ আনসার প্রশিক্ষণ, গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ, গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা, প্লাটুনভূক্ত পুরুষ ও মহিলা আনসার ক্যাটাগরিতে মোট ১ হাজার তিনশ ষাটজন সদস্যর মধ্যে থেকে ১ হাজার ৯৫ জনকে তাৎক্ষণিক বাছাইয়ের নির্বাচিত করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ বাছাইয়ে অংশ নেন সিরাজগঞ্জের আনসার ভিডিপির সার্কেল এডজুটেন্ট সোহেল রানা,বগুড়া জেলার আনসার ভিডিপির মনিটরিং অফিসার মোঃ আজাদ, কাজিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ আলম, আনসার ভিডিপির উপজেলা মহিলা প্রশিক্ষিকা ফাতেমা খাতুন।
Leave a Reply