নোয়াখালী থেকে সংবাদদাতা আনোয়ার হোসেন ঃ-
নোয়াখালীর জেলা শহর মাইজদীর জিলা স্কুলের সামনে মিছিলের চেষ্টা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে তারা এই চেষ্টা চালান।
মিছিল শেষে সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, সোনাপুর কলেজের সমন্বয়করা বক্তব্য দেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে সুধারাম থানার ওসি মীর জাহিদুল হক রনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন।
Leave a Reply