আজ শুক্রবার (৯ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে চট্রগ্রাম নগরের লালদিঘী এলাকায় অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছে। খবর পেয়ে বেলা ৩টার দিকে সেনাবাহিনী ও বিজিবি গিয়ে কারা অভ্যন্তরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে গোলাগুলির ঘটনায় রুবেল (৩৫) নামে একজন বন্দী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এই বন্দীর চোখে গুলি লেগেছে। বিকেল সাড়ে চারটার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে চমেক হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আখেরুল ইসলাম শুক্রবার বিকেল ৪টা ৪১ মিনিটের দিকে দেশ বলেন, গতকাল বৃহস্পতিবার বেশ কিছু বন্দী জামিন পেয়েছেন। যাচাই-বাছাই করে আজ শুক্রবার জুমার নামাজের পর তাদের জামিনে মুক্ত করার প্রক্রিয়া চলছিল। এ সময় কারাগারে বন্দী থাকা সব হাজতীর মুক্তি দিতে হবে বলে দাবি করেন। এ সময় কারা কর্তৃপক্ষ তাদের আইনী প্রক্রিয়া অনুসরণ করে জামিন নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা কোনো কথা না শুনে হঠাৎ বিক্ষোভ শুরু করলে পাগলা ঘণ্টা বাজায় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা কয়েকশ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় কিছু কারারক্ষী আহত হয়েছেন বলে জানান এই কারা কর্মকর্তা।
জানায়, খবর বেলা ৩টা ৮ মিনিটের দিকে সেনা ও বিজিবি’র টিম কারাগারে পৌঁছায়। বেলা সাড়ে তিনটার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছেন তা কারা কর্তৃপক্ষ থেকে আজ শুক্রবার বিকেল ৬ টা পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে বিদ্রোহ দমন করতে গিয়ে কিছু কারারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন।
ছবি: সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত