অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যরকম বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান ও সহকারি শিক্ষা কর্মকর্তা জহুরা তহুর। প্রতিষ্ঠানটির উপদেষ্টা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ইয়াছিন আলীর সার্বিক নিদেশনায় প্রথমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুর রহমান বাবলু, সহকারি অধ্যাপক আবদুল জলিল ও সিনিয়র শিক্ষক একে লিটন। পরে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply