বার্তা সম্পাদক জহির হোসেন
বরুড়ার কৃতি সন্তান ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর ভাইস চেয়ারম্যান আবু নাছের ইয়াহিয়া শারমিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী…….রাজিউন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২ টার দিকে তিনি ঢাকা ইউনাইটেড ইসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিলো ৫৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।
জানা গেছে, তিনি আজ দুপুরে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে। মরহুমের জানাজা কোথায় কখন হবে সে বিষয়ে পরিবার থেকে এখনো জানানো হয়নি। আজ দুপুরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।
তিনি কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এর আপন ছোট ভাই। বর্তমানে তিনি দেশে বাহিরে আছেন। আজ রাতেই দেশে ফিরে জানাজা ও দাফন বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত