এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):কুমিল্লা চান্দিনায় বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং (মঙ্গলবার) বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সহকারী প্রধান শিক্ষক জনাব কাজী মাসুদ আবদুল কাদের ও সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি উদযাপিত হয়।সভাপতির বক্তব্যে বাবু তপন চন্দ্র দেবনাথ বলেন, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে হাটি-হাটি পা-পা করে ৩৩ বছরে পদার্পন করেছে। জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় সব সময় আমাদের বিদ্যালয়টি ভালো রেজাল্ট করে আসছে। শিক্ষার্থীদের শিক্ষা বিতরণের লক্ষে আমাদের কিছু অভাব রয়েছে, সেই অভাবগুলো যেনো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পূরণ করেন। আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর নেই, আই.সি.টি ল্যাব নেই, বা্উন্ডারী দেয়াল ও গেইট নেই এবং বিদ্যালয়টি চতুর্থ তলা ভবনে রূপান্তর ও বিদ্যালয়ে আসার রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শারিরিক এবং মানসিক বিকাশ সাধনের জন্য খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সব সময় প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অর্জন করে আসছে। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ বিদ্যালয়ের যে সকল সমস্যাগুলো তুলে ধরেছেন এগুলো যুক্তিক দাবী। যত দ্রুত সম্ভব উপজেলা নির্বাহী অফিসার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো।প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোসাঃ নাসিমা আক্তার, মোসাঃ মনোয়ারা বেগম, নিলুফা আক্তার, জীবন কৃষ্ণ দাস, রেজাউল করিম খান, সরকারি শিক্ষক মোকসুদুর রহমান, তুষার কান্তি দেবনাথা, মোঃ মিজানুর রহমান, প্রণয় বিশ্বাস, নয়ন কান্তি পাল, সুমি সাহা, অফিস সহকারি নিলুফা জেসমিন, অফিস সহায়ক মোঃ শাহজালাল, পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ হাছান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাঃ রুহুল আমিন ভূঁইয়া, মোঃ সফিকুল ইসলাম মেম্বার, পল্লী চিকিৎসক মোঃ বাদল, বিএনপি নেতা মোঃ সফিক, মোঃ রফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মোঃ জয়নাল আবেদীন এবং মোঃ রুহুল আমিন মেম্বার সহ বিদ্যালয়ের কর্মকতা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী জুয়েল হোসেন জয় ও গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী লক্ষী রাণী রায়। পরবর্তীতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্মৃতি রাণী দেবনাথ ও নবম শ্রেণির শিক্ষার্থী সুমনা আক্তার এবং নৃত্য পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশি দেবনাথ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত