অঞ্জনা চোধুরী, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ। সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার পরানপুরে অন্যরকম বিদ্যানিকেতনের সামনের রাস্তায় ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলীর বিরুদ্ধে জনৈক এক অভিভাবকের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, আশরাফ আলী, বাবলু মিয়া, চাঁদনী খাতুন, শিক্ষার্থী মিনতি, সজিব আতিয়া, আবু হাসান। প্রধান শিক্ষক ইয়াছিন আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবী করেন। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অনৈতিক কাজের জন্য শাসন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলীর বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেন মুরশেদ নামের এক জনৈক শিক্ষার্থী অভিভাবক।
Leave a Reply