আবদুল্লাহ আল হ্নদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ৯ টায়, উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদিউদপুর গ্ৰামের আব্দুছাত্তার খাদেম বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, সন্ধ্যার পর পাড়ার দোকানে বসে খানকায় ইফতারের আয়োজনকে কেন্দ্র করে খাদেম বাড়ির জামালের ছেলের সাথে পার্শ্ববর্তী বাড়ির আক্কাছের ছেলের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মুরুব্বিরা তা মিটিয়ে দেয়। পরবর্তীতে আক্কাছের বাড়ির লোকজন রাত অনুমান ৯ টার সময় ৩ টা সিএনজি নিয়ে ১৫-১৬ জন লোক একসাথে খাদেম বাড়িতে হামলা চালায়,এ সময় বাড়িতে থাকা শিশু,নারী, পুরুষ অতর্কিত হামলা শিকার হন, এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়। এ সময় খাদেম বাড়ির জামালের বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা, পাসপোর্ট ভিসাসহ স্বর্ণালংকার লুট করে আক্কাছ ও সোহরাবের লোকজন নিয়ে যায়, এ সময় খাদেম বাড়ির লোকজনের সুর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন চলে আসলে আক্কাছের বাড়ির লোকজন সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সাকে আটক করে স্হানীয় লোক জন। এ সময় হামলা গুরুতর আহতরা হলেন,
জোহরা খাতুন(৬০), স্বামী- আঃ সাত্তার
ইমান উদ্দিন (৩০), পিতা- আ: সাত্তার
আসাদুল ইসলাম(১৮), পিতা- জামাল উদ্দিন , জসিম উদ্দিন(৪০), পিতা: আ: সাত্তার ,জামাল উদ্দিন(৪৮), পিতা- আ: সাত্তার
সলিম উদ্দিন(৩০), পিতা- আ: সাত্তার
রিনা খাতুন(৩৫)- স্বামী- জসিম উদ্দিন, মনোয়ারা খাতুন (৪৫)- স্বামী- জামাল উদ্দিন
,মাইন উদ্দিন(৩৫),পিতা- আ: সাত্তার,
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় ।
এ বিষয়ে আক্কাছের পরিবারের লোকদের কাছ থেকে জানতে চা�
Leave a Reply