কুমিল্লার বরুড়ায় সমাজ উন্নয়নে প্রশাসন ও জনগনের মতবিনিময় সভা
প্রকাশিত:
সোমবার, ৪ মার্চ, ২০২৪
৩৪৩
বার পড়া হয়েছে
বরুড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ আজ ৪ঠা মার্চ সোমবার প্রশাসনের সাথে সাধারণ জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া (পাঠান পাড়া) গ্রামবাসীর আয়োজনে মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধে এলাকার নবগঠিত সমাজ উন্নয়ন ও শৃঙ্খলা কমিটির অভিষেক এবং প্রশাসন ও সুধীজন এর সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শাহ- ই আলম (অবঃ) ।
এদিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, ডেপুটি কমিশনার (রাজস্ব) অবঃ মোঃ মাহবুব আলম , বি সি আই সির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলাম। বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় সভায় এদিন বক্তব্য রাখেন বরুড়া ফেয়ার হসপিটালের পরিচালক বিশিষ্ট রাজনৈতিক সামছুল আলম শামীম, বরুড়া উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ হারেছ, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন প্রমুখ।
এদিন সভায় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবদুল মতিন, সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাম্মেল হোসেন ভুঁইয়া, বরুড়া পৌরসভা ছাত্র লীগের সাবেক সভাপতি বায়জিদ বোস্তামী ভুঁইয়া, ডাঃ নূর মোহাম্মদ জুয়েল, ডাঃ মোস্তাফিজুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন ভুঁইয়া, মোঃ জুয়েল ভুঁইয়া, মোঃ শাহিন প্রমুখ।
এ সময় বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী সারা এলাকা জুড়ে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে কঠোর ভাবে এই মাদক কারবারিদের প্রতিহত করার আহবান জানান এবং সবাই কে মাদক কারবারিদের সামাজিক ভাবে বয়কট করার অনুরোধ করেন। বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন বলেন, সবাই কে নিয়ে কাজ করে এই অসামাজিক কাজ ও মাদক কারবারিদের রুখতে হবে।
পৌর মেয়র মোঃ বকতার হোসেন বলেন প্রত্যেকটি ঘর থেকে সবাই একযোগে মাদক বিরুদ্ধে অবস্থান নিতে সিদ্ধান্ত নিতে আহবান জানান এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে বলেন। প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং বলেন, প্রশাসন পুলিশ সাংবাদিক ও এলাকার সকল জনগণকে এক হয়ে মাদকারবারী এই অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাথে সাথে বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রতিটি মা- বাবাকে আরো সচেতন হতে হবে। যেকোন অপরাধ মূলক ঘটনা দেখার সাথে সাথে প্রশাসন কে অবহিত করার অনুরোধ করেন।
Leave a Reply