নিজস্ব রিপোর্ট ঃ কুমিল্লার বরুড়ায় ভবানী পুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান এর বিরুদ্ধে ” বিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ শিরোনামে ” বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে ঘটনার সত্যতা যাচাই করতে সরজমিনে গেলে মোঃ মিজানুর রহমান নামের এক ব্যাক্তি বলেন। আমাদের চেয়ারম্যান সাহেব এমন লোক না বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কেনো এটা করছে তা আপনারা অচিরেই খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ খলিল সাবেব চেয়ারম্যান হওয়ার পরে আমরা অনেকটাই শান্তিতে বসবাস করতেছি এখন এই শিক্ষক কেনো এটা করছে সেটা তিনি ভালো জানেন না কি শাক দিয়ে মাছ ডাকতে চায়। পরে বাতাইছড়ি ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন সাংবাদিকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করানো হইছে আমাকে আমার ইউনিয়ন সহ মানুষের কাছে হেওপ্রতি পূর্ণ করার জন্য। আশা করতেছি খুব শীঘ্রই আপনারা এ ঘটনার সত্যতা পেয়ে যাবেন অপর দিকে আজ সোমবার সকালে ভবানীপুর ইউনিয়নের বাতাইছড়ি বাজারে কয়েক হাজার মানুষ একটি প্রতিবাদ মিছিল করে ঘটনার বিচার দাবি করেছেন এবং শত শত মানুষ ফেইসবুক এ লাইভে এসে ঘটনার বিচার দাবি করেছেন৷ অপরদিকে উক্ত ঘটনার মুল রহস্য তুলে আগামী বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুল ঘটনা তুলে ধরা হবে বলে এলাকা জানিয়েছেন৷
Leave a Reply